মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বান্দরবানে পর্যটন সড়ক বেহাল, জনশূন্য পাহাড়ে সড়ক উন্নয়ন ডিমলায় বেগম রোকেয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে পুরস্কার কুবিতে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বরিশাল মুক্ত দিবস সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী আনিসুল হকের পক্ষে লিফলেট বিতরণ শিবচরে প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার এমপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে ভুল করলে ধরিয়ে দিবেন, কৃতজ্ঞ থাকব। নাচোলে জামায়াত প্রার্থী- ড. মিজানুর রাউজান থানা, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ও মদুনাঘাট তদন্ত কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার চবিতে ভর্তিচ্ছুদের আবেদন এক লাখ ছাড়াল শিবগঞ্জে নয়ন আলী নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রাতের ভোট আর হতে দেওয়া হবে না, আগামীর প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান- ড. ফয়জুল হক নজরুল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন কমিটি গঠন কুবি’র আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি ঈদগাঁওয়ে মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রোফোন চুরি দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে চবিসাস এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শৈলকূপায় জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, বাজারে কমছে দাম তারেক রহমান এর একান্ত সচিব কে কাছে পেয়ে আনন্দে মেতে উঠে কুচাইপট্রির সাধারণ মানুষ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবর ও বিজ্ঞান অনুষদ ভবন সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি সাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই শিক্ষার্থীবান্ধব। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছি। আজকের অনুষ্ঠান এই ধারাবাহিকতারই একটা অংশ।

তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তুমি যেমন একাডেমিক ক্যারিয়ার টা ভালো রাখবা, পাশাপাশি সৃজনশীল কিছু করার চেষ্টা করবা। নিজের দক্ষতা উন্নয়নে চেষ্টা করবা। তুমি শুধু পড়াশোনাই করলা,তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পুরো বেনিফিট টা পাবা না। বিশ্ববিদ্যালয় শেখার জায়গা। এখানে অনেক ভালোকিছু করা যায়,অনেক কিছু শিখতে পারবা। আর যেকোনো প্রয়োজনে আমাদের শিবিরের নেতাকর্মীরা তোমাদের পাশে আছেন,যেকোনো বিপদে-আপদে আমাদের পাশে পাবা, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘উগ্রবাদী কার্যক্রমে শিবিরকে দেখছে এমন হয়তো কেউ বলতে পারবে না। বিভিন্ন টকশোতে বাম’রা বলে যে, শিবিরকে এখন যেমন দেখছেন ওরা আসলে এমন না। ওরা ভোট পাওয়ার জন্য ভালো সেজেছে৷ তারা দেখবেন উদাহরণ হিসেবে এমন একটা সময়ের কথা বলবে যেসময় আমাদের কারো জন্ম হয়নি। আবার বর্তমান প্রজন্মের মধ্যে যারা শিবিরের বিরোধিতা করে, তারা ভবিষ্যতে বলবে পরবর্তী প্রজন্মে যে,শিবির এখন ভালো হয়েছে, আগে অনেক খারাপ ছিল।’

নবীন শিক্ষার্থীদের জন্য ব্যাগ, ফুল, বই, প্যাড, কোরআন শরীফ, কলমদানি ও চাবির রিং, খাবার উপহার দেওয়া হয়। জব সেক্টরে কর্মরত শিবিরের সাবেক নেতারা ক্যারিয়ার গাইডলাইনে নিজেদের অভিজ্ঞতার আলোকে নবীনদের দিকনির্দেশনা দেন।

নবীন বরণ পেয়ে পপুলেশন সায়েন্স বিভাগের নবীন শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রিমা বলেন, ‘শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আয়োজন করা এই অনুষ্ঠান ছিল অত্যন্ত সুন্দর এবং সুশৃংখল তাই আমরা সকলে ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বাইরে যাওয়া এবং ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। ভার্সিটির সকল শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে দুটি হাসপাতালে ৪০% চিকিৎসা ডিসকাউন্টের ব্যবস্থা করা হবে এবং শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ করানো হবে বলে আমাদের তারা আশ্বস্ত করেছেন।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩