শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল ঘোড়াঘাটে বিদায়ী ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জেড এ ভুট্টো ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কাঞ্চন আলী মোল্লা আর নেই উন্নয়নের ভাবনা নিয়ে কাশিমপুরে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের উঠান বৈঠক অনুষ্ঠিত ঈদগাঁওয়ে বিলের পানিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সার ডিলার ও মজুদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান ভর্তুকির সার উদ্ধার ঈদগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নবাবাগত ইউএনও’র আধুনিক মানের বেঞ্চ বিতরন পটুয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল জব্দ নালিতাবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন জাবি প্রেসক্লাবের দুই সাংবাদিক মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নালিতাবাড়িতে আবদুল্লাহ বাদশার পথসভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিস্হ বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল শিবচরে বিএনপির মনোনয়ন পরিবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিল কুয়াকাটায় “গুড নেইবার্স” এর আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন সংগঠনকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম আজম সৈকত কুবিতে ৩ দিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ কর্মশালা’ অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নালিতাবাড়িতে আবদুল্লাহ বাদশার পথসভা

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নালিতাবাড়ি–নকলা) আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল্লাহ বাদশা, গতকাল (৫ই ডিসেম্বর) রাতে নালিতাবাড়ির আড়াইআনি কালিমা চত্বরে এক বিশাল নির্বাচনী পথসভা করেন।

পথসভায় তিনি এবি পার্টির লক্ষ্য, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা জনসাধারণের সামনে তুলে ধরেন। বক্তৃতায় তিনি একটি মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান এবং বেকার যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিত করতে জনগণের ক্ষমতায়নের বিষয়ে জোর বক্তব্য দেন তিনি।

মো. আবদুল্লাহ বাদশা বলেন, নালিতাবাড়ি ও নকলা উপজেলাকে আধুনিক ও পরিকল্পিতভাবে সাজাতে হলে সুশাসন, স্বচ্ছতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি এলাকার সরকারি মেডিক্যাল হাসপাতালের বিদ্যমান সমস্যার কথা তুলে ধরে এসব সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

এসময় পথসভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরাও উপস্থিত থেকে তার বক্তব্যকে সাধুবাদ জানান। সভাস্থলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এবং এলাকার সার্বিক উন্নয়নে এই ধরনের উদ্যোগ ইতিবাচক পরিবর্তন আনবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩