শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট (সদর) প্রতিনিধিঃ
দিনাজপুরে র্যাব-৫ ও র্যাব-১৩ এর যৌথ অভিযানে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিদের একজন অনিককে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনাজপুর জেলার কোতয়ালী উপজেলার চাউলপট্টি এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক।
র্যাব জানায়, পাঁচবিবি থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে দীর্ঘদিন ধরেই পলাতক ছিল অনিক। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-৫-সিপিসি-৩ এবং র্যাব-১৩-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাউলপট্টি এলাকায় অবস্থান নিশ্চিত করে। এরপর কৌশলগত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, প্রেমঘটিত পারিবারিক বিরোধের জেরে গত ৬ অক্টোবর রাতের দিকে পাঁচবিবি পৌর পার্ক এলাকায় ভুক্তভোগী শিশুকে প্রলোভন দেখিয়ে ডেকে নেয় আসামি রবিউল ইসলাম রেজা ও তার বন্ধু অনিক। রাত ১২টা ১৫ মিনিটের দিকে পার্কের পুকুরপাড়ের নির্জন স্থানে নিয়ে তারা ভুক্তভোগীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
এরপর পরদিন ভোরে অসহায় ভুক্তভোগীকে তার বাড়ির সামনে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় আসামিরা।
পরিবারকে জানানো হলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ৯ অক্টোবর পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় রেজা ও অনিককে আসামি করা হয়। ঘটনার পর থেকেই তারা দুজনেই পলাতক ছিল।
গ্রেপ্তারের পরবর্তী ব্যবস্থা র্যাব জানায়, গ্রেপ্তারের পর অনিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। অপর পলাতক আসামি রবিউল ইসলাম রেজাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় পাঁচবিবি ও আশপাশের এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। র্যাবের দাবি, নারী ও শিশু নির্যাতনবিরোধী সব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩