রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ড শিবিরের খেলাধুলা সামগ্রী বিতরণ কালকিনিতে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত দুমকিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন দুমকিতে সড়ক দুর্ঘটনায় আহত- ৫ শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক কুবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ নভেম্বর, রাবিতেও থাকবে পরীক্ষার কেন্দ্র ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক প্রতিবন্ধী নারীর সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম দেশে ফিরলেন নাসিরনগরে প্রায় অচল ১ ও ২ টাকার ধাতব মুদ্রা, ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপির এক নেতা ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন নুরুদ্দীন চৌদ্দগ্রামে বাতিসা বিএনপির নির্বাচনী সমাবেশে অফিস উদ্বোধন ভূমিকম্প আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা কুবিতে শিক্ষক নিয়োগে বাধার অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন পটুয়াখালীর দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অস্ত্র-গুলি ও ইয়াবা সহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার মুরাদনগরে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযানে কারাদণ্ড, অর্থদণ্ড ও অবৈধ ড্রেজিং সরঞ্জাম জব্দ দোয়ারাবাজারে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া এদেশে উন্নয়ন সম্ভব নয়- জাহিদুর রহমান

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম দেশে ফিরলেন

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর নিয়ে গঠিত সিলেট- ৪ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্ভাব্য প্রার্থী, তথ্যপ্রযুক্তিবিদ ও শিক্ষানুরাগী প্রকৌশলী রাশেল উল আলম দেশে ফিরেছেন।

রবিবার ২৩ নভেম্বর দুপুর পৌনে ১টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেদিন বিমানবন্দরে তাঁর আগমন উপলক্ষে এনসিপির জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মঙ্গলবার ২৩ নভেম্বর দেশে ফেরার পর থেকেই তিনি সিলেট ৪ আসনের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় শুরু করবেন। আরিফুল হক চৌধুরীকে তিনি অভিজ্ঞ ও সম্মানিত জননেতা হিসেবে উল্লেখ করে জানান, তাঁর অবস্থান সিলেট ১ আসনে যথোপযুক্ত। তবে সিলেট ৪ আসনের জনগণ দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রার্থীকে এগিয়ে দেখতে চান।

তিনি বলেন, তাঁর শিকড় গোয়াইনঘাটে এবং স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে একজন স্থানীয় প্রতিনিধিই বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন।

পাথর উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, শুধু ঘোষণা দিলেই চলবে না। পর্যটন শিল্পের সম্প্রসারণকে কেন্দ্র করে পাথর উত্তোলন সীমিত করা হয়েছে ঠিকই, তবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন ছিল। বিষয়টি এখনও সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি বলে উল্লেখ করে তিনি জানান, একটি সুসংগঠিত নীতিমালার আওতায় এনে পাথর উত্তোলন ভবিষ্যতে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

এনসিপির মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, চলতি মাসের মধ্যেই সিলেট বিভাগের ছয়টি আসনে চূড়ান্ত মনোনয়ন কারা পাবেন তা পরিষ্কার হবে। মনোনয়নপ্রত্যাশীদের আবেদন যাচাই বাছাই চলছে এবং এনসিপি এমন একটি দল যেখানে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। যোগ্যতা, মূল্যবোধ ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রকৌশলী রাশেল উল আলম সিলেট ৪ আসনে ব্যাপক বিকল্প কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হাইটেক পার্কে ইলেকট্রনিক্স খাতে নতুন বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এতে এলাকার আয়তন সম্প্রসারণের পাশাপাশি বিপুল সংখ্যক তরুণের জন্য কর্মসংস্থান তৈরি হবে। তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও সুশাসনকে সামনে রেখে সিলেট ৪ আসনকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যও তিনি প্রকাশ করেন। এ কাজে জনগণের মতামত, সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে তিনি মনে করেন।

বিমানবন্দর থেকে তিনি দুপুর ২টার দিকে দলের নেতাকর্মীদের সঙ্গে হযরত শাহজালাল র রহমতুল্লাহি আলাইহি ও শাহপরান র রহমতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারত করেন। জেলা এনসিপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, যুব শক্তির নেতারা এবং সাধারণ কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

প্রকৌশলী রাশেল উল আলমের দেশে ফেরা সিলেট ৪ আসনের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় মানুষের প্রত্যাশা, কর্মসংস্থান, প্রযুক্তি উন্নয়ন ও উন্নত শাসনব্যবস্থাকে সামনে রেখে তিনি আগামী দিনগুলোতে সরাসরি মাঠে মানুষের সঙ্গে কাজ করার ঘোষণা দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩