বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে নৌবাহিনীর নেতৃত্বে আজ সকাল সাড়ে দশটায় চেক পোস্ট বসিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার সৈকত ফিলিং স্টেশন এলাকার আমতলী-কুয়াকাটা-ঢাকা মহাসড়কে এ চেক পোস্ট বসানো হয়। নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট নকিব নসরুল্লাহ,(এক্স), বিএন (পি নং ৩৬৬৯) এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর ০১ টি সেকশন, আমতলী থানা পুলিশের ০৩ জন সদস্যসহ একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মহেন্দ্র, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।
তল্লাশি কালে মোটর সাইকেল ৮৭ টি,বাস ১৩ টি, প্রাইভেট কার ১১ টি, ট্রাকঃ ০৮ টি, মাইক্রোঃ ১০ টি,সিএনজিঃ ১৫ টি ও ০৭ টি মাহিন্দ্রাকে তল্লাশি করা হয়। এসময়ে ০৭ টি মামলার বিপরীতে ৪০,০০০ চল্লিশ হাজার টাকা জরিমানা এবং বৈধ কাগজপত্র না থাকায় ২ টি মোটর সাইকেল জব্দ করে আমতলী থানায় নিয়ে আসা হয়।
ধারাবাহিক অভিযান পরিচালনা সম্পর্কে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট নকিব নসরুল্লাহ বলেন সড়কে ভাড়ায় চালিত মোটর সাইকেলের কিছু চালক নিজে হেলমেট পড়লেও যাত্রীদের হেলমেট পড়ানো হয়না ফলে সড়ক দুর্ঘটনায় যাত্রীর পতিত হয়। এ বিষয়ে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো উচিৎ বলে তিনি মন্তব্য করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩