মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে সহোদর বড়ভাইকে হত্যার মামলায় ছোটভাই মো. ইয়াকুব আলীকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ বিকেল ৪টার দিকে দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের বাড়ির আঙিনায় একটি জামগাছের ডাল কাটাকে কেন্দ্র করে ইয়াকুব আলী ও তার সহোদর বড়ভাই হাতেম আলীর (৪৫) মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ইয়াকুব আলী ধারালো দা দিয়ে বড়ভাইয়ের ঘাড়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩১ মার্চ তিনি সেখানে মৃত্যুবরণ করেন।
ঘটনার পর নিহত হাতেম আলীর স্ত্রী মোছা. মাজেদা বেগম নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়, যার মধ্যে ছিলেন মামলার বাদী, প্রত্যক্ষদর্শী, তদন্তকারী কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসক।
রায় ঘোষণার পর সাজা পরোয়ানা অনুযায়ী ইয়াকুব আলীকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩