সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
মুরাদনগর প্রতিনিধিঃ
মুরাদনগর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে সম্প্রতি কয়েক দফায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানসমূহে বিভিন্ন আইন-অপরাধ, পরিবেশ বিপর্যয় রোধ, বাজার মনিটরিং এবং অবৈধ ড্রেজার অপসারণসহ উল্লেখযোগ্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়।
অভিযানের গুরুত্বপূর্ণ কার্যক্রমসমূহ, ১৬ নভেম্বর ২০২৫ – অবৈধভাবে মাটি কাটার অপরাধে অর্থদণ্ড মুরাদনগর সদর ইউনিয়নের বড় আলীরচর গোমতী নদীর তীর ব্রিজ সংলগ্ন এলাকায় মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অভিযুক্ত সাইদুর রহমানকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ২টি এক্সক্যাভেটর অপসারণ এবং ২টি ব্যাটারি জব্দ করা হয়। পূর্ব ধইর (পূর্ব) ও পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ৩টি ড্রেজার এবং প্রায় ১,০০০ ফুট পাইপ অপসারণ করা হয়। হোটেল-রেস্তোরাঁয় খাবারের মান ও পরিচ্ছন্নতা যাচাই করতে বাজার মনিটরিং অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আল মদিনা হোটেলকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। BSTI এর প্রসিকিউশানের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন একটি তেল বিপণনকারী প্রতিষ্ঠানকে ভেজাল ও মান লঙ্ঘনের কারণে ২,০০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ৪টি ড্রেজার এবং প্রায় ২,৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়। যাত্রাপুর ইউনিয়নের পশ্চিমবিল এলাকা থেকে ২টি ড্রেজার এবং প্রায় ১,৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩