সোমবার, ০৭ Jul ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পটুয়াখালীর দুমকিতে তিন যুগেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া কলাপাড়ায় সেনা-পুলিশের যৌথ অভিযানে সাড়ে ১০ হাজার প্যাকেট অবৈধ সিগারেট জব্দ অন্যায়ের প্রতিবাদ করায় কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা কারবালার স্মরণে নবুগ্রাম ইমামবাড়ীতে আশুরা উদযাপন ১০ মহররম ১৪৪৭ হিজরি দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল বর্ষাকালেই দেখা যায় রাস্তার নতুন রূপ মুসলিম বিশ্বের সহায়তায় ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার বাঘাইছড়িতে জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা গাজা যুদ্ধবিরতি আলোচনায় সম্মত ইসরাইল অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড জীবন যুদ্ধে হার না মানা শতবর্ষী বৃদ্ধ আজাহার মোল্লা

পটুয়াখালীর দুমকিতে তিন যুগেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া

 

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জামলা আবাসন থেকে ডাকাতিয়া খাল ভায়া তালুকদার বাজার পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের দুই কিলোমিটার মাটির রাস্তাটি তিন যুগ ধরে মেরামত, সংস্কার বা পাকাকরণের অভাবে ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। অতি পুরনো এ রাস্তাটি পাকাকরণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি যুগের পর যুগ রাজনৈতিক টানাপোড়েনে হয়নি পাকাকরন।

এ রাস্তাটি দিয়ে শ্রীরামপুর, লেবুখালী, মুরাদিয়া ও মৌকরণ এ চার ইউনিয়নের হাজারো মানুষের যোগাযোগ মাধ্যম। উপজেলা শহর দুমকিতে দৈনন্দিন কাজ, স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের যাতায়াতের সহজতম পথ।

ছাড়াও দুমকি মুরাদিয়া বোর্ড অফিস বাজার থেকে তালুকদার বাজার হয়ে পটুয়াখালী যাতায়াতের বিকল্প হিসেবে এ রাস্তা দিয়ে জনসাধারণ চলাচল করে। চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে রাস্তাটির বিভিন্ন স্থানে গর্ত হয়ে পানি জমে কাদায় পরিণত হয়েছে।

শুস্ক মৌসুমে রাস্তাটি দিয়ে ইট বালু বোঝাই অবৈধ মাহেন্দ্রা, ট্রলি জামলা, দুমকি, মুরাদিয়া ও মৌকরণ ইউনিয়নসহ বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করায় আরও নাজুক হয়ে পড়েছে।

বর্তমানে তালুকদার বাজার ও কলবাড়ি বাজারের ব্যবসায়ীদের দুমকি ও পটুয়াখালী থেকে মালামাল পরিবহন, বিভিন্ন কোম্পানির পন্যের যানবাহন, মটরসাইকেল, অটো, রিকশা যাতায়াত বন্ধ হয়ে গেছে।

অত্র এলাকার অসুস্থ ও মুমুর্ষ রোগীদের বিকল্প পথে দুমকি, পটুয়াখালী যাতায়াতে সময় ও অর্থের অপচয় হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

এছাড়াও এই কর্দমাক্ত রাস্তা দিয়ে দুটি মাধ্যমিক বিদ্যালয়, তিনটি দাখিল, ফাজিল ও কামিল মাদ্রাসা, তিনটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি ক‌ওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক নিয়মিত যাতায়াত করে।

এবিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত মোশারেফ হাওলাদার জানান, রাস্তাটি দিয়ে আমি নিয়মিত কর্মস্থলে যাতায়াত করি বর্তমানে রাস্তা দিয়ে চলাচল অনুপযোগি। বিগত দিনে রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে ধর্না দিয়েও কোন কাজ হয়নি।

পাশ্ববর্তী দক্ষিণ মুরাদিয়া বায়তুল আমান দাখিল মাদ্রাসার সুপার মাও. রুহুল আমিন বলেন, রাস্তাটির বেহাল দশার কারণে শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতে খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে। শীঘ্রই রাস্তাটি পাকা করনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই।

লতিফ মোহসেনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম শাহিন খান বলেন, দীর্ঘ তিন যুগেও রাস্তাটির মাটির মেরামতের কাজ ও পাকাকরণ হয়নি। বর্তমানে রাস্তাটিতে পানি জমে কাঁদা হয়ে গেছে এবং খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতিদ্রুত রাস্তাটি পাকাকরণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: মনিরুজ্জামান জানান, চলতি অর্থ বছরে উন্নয়ন ফান্ডে টাকা বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩