বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
শাহরিয়াজ, কক্সবাজার সদর প্রতিনিধি:
বাংলাদেশের টেস্ট দলে যুক্ত হলেন কক্সবাজারের কৃতি সন্তান বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। তিনি দেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে আজ (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক করেছেন।
এর আগে হাসান মুরাদ জাতীয় দলের হয়ে শুধুমাত্র টি–টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করে আসা এই তরুণ এখন পর্যন্ত ৩৯ ম্যাচে ১৬৫ উইকেট শিকার করেছেন।
২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। টেস্ট ক্যাপে তাকে স্বাগত জানান আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
সিলেটে অনুষ্ঠিত টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী আয়ারল্যান্ড। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৩০ রান। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাহিদ রানা।
আয়ারল্যান্ড একাদশ:
অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস ও ক্রেগ ইয়াং।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩