মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট সদর প্রতিনিধি:
(১১ নভেম্বর ২০২৫) বাংলাদেশ যুব অধিকার পরিষদ, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে সংগঠনের মাসিক মিটিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোঃ সুমন আহমেদ অভি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. সাব্বির হোসাইন, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ, আহ্বায়ক, গণঅধিকার পরিষদ, জয়পুরহাট জেলা এবং মোঃ আমিনুল ইসলাম মাসুদ, সদস্য সচিব, গণঅধিকার পরিষদ, জয়পুরহাট জেলা।
সভাটি সঞ্চালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ, অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও কার্যক্রম বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করা হয়।
অবশেষে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।