শাহরিয়াজ, কক্সবাজারে সদর প্রতিনিধি:
সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীরা কক্সবাজার ও পার্শ্ববর্তী জেলা সমুহে অভিনব কৌশল অবলম্বন করে মাদক পাচার করছে । মাদক ব্যবসায়ীদের মাদক পাচার রোধে র্যাব-১৫ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ১১/১১/২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্প, র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের অন্তর্গত পশ্চিম মুক্তারকুল জনৈক ফরিদুল আলমের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে মোঃ ফরিদুল আলম (৪৯) কে আটক করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যমতে উক্ত বসত ঘরে তল্লাশি করে একটি কালো রংয়ের কাঁধ ব্যাগ হতে ৫০ বোতল ফেন্সিডিল, খাকি রংয়ের ০৪ টি কাগজের কার্টুনে খাকি রংয়ের কসটেপ দ্বার মোড়ানো পোটলা থেকে মোট ৪০ কেজি গাঁজা এবং মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়: মোঃ ফরিদুল আলম (৪৯), পিতা-মৃত ছব্বির আহমদ, মাতা-মৃত- ফেরুজা খাতুন, সাং- পশ্চিম মুক্তারকুল সাব্বিরের বাড়ি, ০৬ নং ওয়ার্ড,ঝিলংজা ইউনিয়ন , থানা- কক্সবাজার সদর , জেলা-কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামী সুমন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে অপর পলাতক আসামী আব্দুল মান্নানকে সংগ্রহ করে দেয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।