আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কাজী মুমিনুল হাসান।
সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসিরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের কাছ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাজী মুমিনুল হাসান বলেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেশের তরুণ সমাজের জন্য রাষ্ট্র গঠনে অংশ নেওয়ার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ২৫ বছর বয়সে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার সুযোগ থাকলেও বাস্তবে তরুণরা এতদিন সে স্বপ্ন দেখার সাহস পেত না। কিন্তু ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর গঠিত নতুন সাংবিধানিক ব্যবস্থার ফলে তরুণদের জন্য জনগণের প্রতিনিধিত্বের দ্বার উন্মুক্ত হয়েছে। সেই জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আমি রাজনীতিতে যুক্ত হয়েছি।”
তিনি আরো বলেন, “স্বাধীনতার পর অর্ধশতাব্দীরও বেশি সময় পার হলেও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আমরা এখনো কোনো যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে পারিনি। দুঃখজনক হলেও সত্য, এই আসন থেকে একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু নাসিরনগরবাসীর প্রত্যাশিত জীবনমানের উন্নয়ন ঘটেনি। শিক্ষার মান আজও অত্যন্ত নিম্ন পর্যায়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এই আসনটি অবহেলিত, বড় ধরনের কোনো উন্নয়ন হয়নি। এমনকি দেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত হলেও নাসিরনগরের মানুষ এখনো সেই সম্পদের সুফল থেকে বঞ্চিত। সুযোগ পেলে ইনশাআল্লাহ, আমি এই সম্পদের সুষম বণ্টন ও এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করব।”
“জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে এনসিপি যাত্রা শুরু করেছে। এই দলের উদ্দেশ্য ছিল ৯০-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হলেও '২৪-এর আকাঙ্খা' বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়া। সফল বা ব্যর্থ—যা কিছুই হোক, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত রাখব।”
কাজী মুমিনুল হাসানের পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামে। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।
উল্লেখ, তিনি এনসিপির নাসিরনগর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় লিগ্যাল সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।