মইনুদ্দিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় অনুমোদন পাশ হয়েছে। সোমবার (১০ নভেম্বর) পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই উন্নয়ন প্রকল্পটি অনুমোদন হয়।
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক -এর চেয়ারপার্সন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে এই বৈঠকে মোট ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১২ টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্প গুলোর মধ্যে ৮টি নতুন, ২টি সংশোধিত এবং ২টি ব্যয় বৃদ্ধি ছাড়া শুধু সময় বৃদ্ধি করা হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চট্টগ্রাম পার্কভিউ হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম ২৬ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন।
সভায় তিনি বলেছিলেন, ❝বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে যেখানে যেখানে সুযোগ হয়েছে আমি তদবির করে আসছি। এখন না হলেও মহান আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি নিজ উদ্যোগে আরেকটি নতুন ভবন তৈরি করে এই হাসাপাতালকে ১০০ শয্যায় উন্নীত করব।❞ তাঁর প্রতিশ্রুতির ১৫ দিনের মাথায় ১০ নভেম্বরের একনেক -এর সভায় অনুমোদন হলো এই উন্নয়ন প্রকল্পটির।
সংবাদটি প্রকাশের পর রাঙ্গুনিয়ার জনসাধারণের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এবং এই সুবাধে প্রশংসা কুড়িয়েছেন ডা. এটিএম রেজাউল করিম।
ডা. এটিএম রেজাউল করিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও উপজেলার প্রত্যন্ত অঞ্চল উত্তর ও দক্ষিণ রাঙ্গুনিয়ার দূর্গম এলাকা দু'টিতে দু'টি ৫০ শয্যার হাসপাতাল গড়ে তুলার প্রতিশ্রুতি দেন এবং উপজেলার প্রতিটা ইউনিয়নে একটি করে সপ্তাহে দু'দিন ফ্রি আউটডোর চিকিৎসা সার্ভিস চালু করার প্রতিশ্রুতি দেন। ইতোমধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প এর ব্যবস্থা করে বিগত এক মাসে ১০ হাজারের অধিক মানুষকে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদান করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
তাঁর এই সমাজ সেবা এবং উন্নয়ন মূলক কর্মকাণ্ড আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠেও প্রভাব ফেলবে বলে মনে করছেন রাঙ্গুনিয়ার বিভিন্ন সচেতন মহল।