ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফা ইশতেহার প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফা ইশতেহার সম্বলিত লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তির একমাত্র পথ হলো বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। এই ইশতেহারই জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল, এই দল জনগণের মুক্তির আন্দোলনে বিশ্বাসী। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে সফল করি।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।