মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চার সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সদর থানাধীন হাতিয়াব ময়লারটেকের পূর্ব পাশের বনের ভেতর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন - আসাদুল ইসলাম (৩১), মাজহারুল ইসলাম (২৫), আব্দুর রাশেদ (২৫) ও সাব্বির আহমেদ (২২)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁচা রাস্তার ওপর একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
এ সময় চার ডাকাতকে আটক এবং তাদের কাছ থেকে একটি ছুরি ও একটি দা উদ্ধার করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান বলেন, গ্রেফতার আসাদুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এর আগে ৯ নভেম্বর হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম।