বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
এনসিপির মনোনয়ন নিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুমিনুল কক্সবাজারে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ আগুন চারঘাটে পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু ঈদগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে গ্রেফতারকৃত ফয়সালকে আদালতে প্রেরণ ঈদগাঁওয়ে বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর পাঁচ্চর গোলচত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ জৈন্তাপুর কানাইঘাটে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় মদ ও বিড়ি জব্দ নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’ একনেক সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০০ শয্যা অনুমোদন শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক শীতের আভা পড়তেই বানারীপাড়ায় পিঠার দোকানে ভীড় কৃষক এর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে বিরামপুরে মানববন্ধন কুকসুর রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চুনারুঘাটে লাইসেন্স বিহীন যানবাহন আটক সামসুজ্জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ গাজীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত গাজীপুরে ৪ ডাকাত গ্রেফতার ফুলপুরে ৭ জনের বিরুদ্ধে মিথ্যা অপহরন মামলার অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে ‘কুরআন উপহার কর্মসূচি ২০২৫’

নাসির নগরে কৃষক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও কৃষক সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলী।

আজ (১১ই নভেম্বর) মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসির নগর উপজেলা কৃষক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি এডঃ কামরুজ্জামান মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন ও উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল হোসেন চাকদারের নেতৃত্বে এক বিশাল রেলি অনুষ্ঠিত হয়। রেলিটি নাসির নগর পিটিএ সুপার মার্কেটের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে নাসির নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর পিটিএ সুপার মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালি শেষে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মামুন ভাই, মামুন ভাই শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নাসির নগর।

জনাব আমিরুল হোসেন চকদারের সভাপতিত্বে ও জনাব আব্দুল আউয়ালের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাসিরনগর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দীন তুহিন, উপজেলায় বিএনপির সহ-সভাপতি জনাব শাহ নেওয়াজ চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ।

উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক প্রিয়তোষ আচার্য, উপজেলা বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নূর মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য এমএ মইন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা শামীমুল ইসলাম, নাসির খান, উপজেলা শ্রমিক দল নেতা অলিউর রহমান, তাতী দলের সহ-সভাপতি দুলাল মিয়া, উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক বাজু মিয়া, সদস্য সচিব ইউনুস ভূইয়া, সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, তরুণ দলের সদস্য সচিব নিজাম আলম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগরের বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ও পুনঃবিবেচনার দাবী জানান এবং ঐতিহাসিক ৭ই নভেম্বরের গুরুত্ব তাৎপর্য জনগণের সামনে তুলে ধরেন, ১৯৭৫ সালের ০৭ ই নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনীতির গতিপথ পাল্টে দিয়েছিল এবং জাতিকে এক নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ওই বিপ্লবের মধ্য দিয়ে দেশ চরম নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্ত হয় এবং স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন।

বিএনপিসহ সমমনা দলগুলো প্রতিবছর ই ০৭ ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। এবছরও দিবসটি উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ উপলক্ষে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩