মোহাম্মদ সুজন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় নামাজ পড়তে যাওয়ার পথে এক জামায়াত কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ ই নভেম্বর) ভোরে ফজরের নামাজের সময় এ হামলার শিকার হন স্থানীয় ভিটিপাড়া মসজিদের ইমাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রহলাদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. জুবায়ের আহমেদ বাচ্চু।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের জন্য তিনি বাড়ি থেকে বের হলে দু-র্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং জেলা আমির ডা. মো. জাহাঙ্গীর আলম। তাঁরা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।