শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে পৃথক দুটি ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের মৃত বিরেন্দ্র নাথ রায়ের ছেলে ও ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদীপ চন্দ্র রায় (৫০) এবং ডোমার পৌরসভার চিকনমাটি ধনীপাড়া এলাকার ফারুখ হোসেনের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সদস্য ইস্তিক (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রদীপ চন্দ্র রায়কে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে ইস্তিক জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় ভাঙচুর মামলার নামীয় আসামি হিসেবে গ্রেফতার হন।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনি প্রক্রিয়া অনুযায়ী গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।