বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
এনসিপির মনোনয়ন নিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুমিনুল কক্সবাজারে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ আগুন চারঘাটে পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু ঈদগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে গ্রেফতারকৃত ফয়সালকে আদালতে প্রেরণ ঈদগাঁওয়ে বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর পাঁচ্চর গোলচত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ জৈন্তাপুর কানাইঘাটে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় মদ ও বিড়ি জব্দ নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’ একনেক সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০০ শয্যা অনুমোদন শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক শীতের আভা পড়তেই বানারীপাড়ায় পিঠার দোকানে ভীড় কৃষক এর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে বিরামপুরে মানববন্ধন কুকসুর রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চুনারুঘাটে লাইসেন্স বিহীন যানবাহন আটক সামসুজ্জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ গাজীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত গাজীপুরে ৪ ডাকাত গ্রেফতার ফুলপুরে ৭ জনের বিরুদ্ধে মিথ্যা অপহরন মামলার অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে ‘কুরআন উপহার কর্মসূচি ২০২৫’

মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচার চক্র: ৬ জন গ্রেফতার

অনিক হাসান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচারের ব্যবসা পরিচালনার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকার জাকিরের বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আখন্দপাড়ার বাসিন্দা খাদিজা আক্তার (৪০) বাদী হয়ে মোট ৮ জনকে আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগপত্রে ফ্ল্যাটভিত্তিক মানবপাচার ও পতিতাবৃত্তির নেটওয়ার্ক পরিচালনার কথা উল্লেখ করা হয়। তবে মামলার মূল আসামি লুনা আক্তার ও তার স্বামী বিল্লাল হোসেন অভিযান শুরুর আগেই পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বিল্লাল ও লুনা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মানবপাচার ও অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এর আগেও তারা একই ধরনের মামলায় একাধিকবার গ্রেফতার হন। কিন্তু আইনের দুর্বলতা ও বিভিন্ন প্রভাবশালীর সহযোগিতায় দ্রুত জামিনে বের হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

আটক ব্যক্তিরা হলেন, শাহ পরান (২১), নাঈম আহমেদ (১৮), রাকিব হোসেন (১৮), রুমা আক্তার (১৯), সাদিয়া আক্তার (১৯), নুরুন্নাহার (২০) (মূল আসামি লুনা আক্তার ও তার স্বামী বিল্লাল হোসেন পলাতক)।

মুরাদনগর থানার ওসি বলেন, “ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। মানবপাচার চক্রের মূল হোতা বিল্লাল ও তার স্ত্রী লুনাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা তদন্তাধীন রয়েছে।”

পুলিশের এই অভিযানকে স্থানীয়রা মানবপাচার চক্র দমনে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩