মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মওলানা ভাসানী হল ছাত্রসংসদ এর আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা বাবাসহ নিহত ৩, আহত ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল একাউন্টটিং ডে উদযাপন চুরি-ছিনতাই ও ইভটিজিং রোধে আলোকিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজাকে ফুলেল অভ্যর্থনা শার্শায় বিএনপির দলীয় প্রার্থী তৃপ্তির সুধী সমাবেশ অনুষ্ঠিত নাটোর-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী প্রচারণা চৌদ্দগ্রাম স্টুডেন্স’স ওলেফেয়ার এসোসিয়েশনোর নেতৃত্বে তানভীর-রাফি রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান কি অপরাধ ছিল এ শিশুর?- নিখোঁজের চার দিন পর উদ্ধার আনাসের লাশ চট্টগ্রামে হাকিম হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার শৈলকুপায় প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজে করে দেখাচ্ছে জামায়াতে ইসলামী উখিয়া সদর বাজারে আগুনে পুড়ে গেছে ১৬ টি দোকান ও ২টি ঘর নবীনগরে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর বিএনপি উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের দায়ে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব কলাতলিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল রোহিঙ্গাদের মধ্যে সিম কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার নাজমুল করিম সাময়িক বরখাস্ত বানারীপাড়ায় জাতীয় স্মৃতিসৌধের আদলে ক্ষুদ্র স্মৃতিসৌধ নির্মাণ শেরপুরে র‍‍্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজাকে ফুলেল অভ্যর্থনা

মো: মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিউইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে তিনি ঢাকা থেকে ঝালকাঠিতে পৌঁছালে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা, মিছিল ও স্লোগানের মাধ্যমে তাকে বরণ করে নেন। ঝালকাঠি থেকে রাজাপুর পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে মানুষের ঢল নামে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

রাজাপুরে পৌঁছে সেলিম রেজা সদ্যপ্রয়াত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। পরে তিনি রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নৈকাঠিতে অবস্থান নেন এবং সেখানে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, নাসিম আকনের বড় ভাই ফিরোজ আকন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার মুসল্লিরা।

বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমি দেশের বাইরে থাকলেও আন্দোলনের অংশ হিসেবে কাজ করেছি। আমার মা তখন অসুস্থ ছিলেন, দেশে ফিরতে চাইলেও পারিনি—কারণ ফ্যাসিস্ট হাসিনার সরকার আমাকে দেশে ফিরতে দেয়নি। তবুও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমি আন্দোলন চালিয়ে গেছি। গুম-খুনের রাজনীতি চালিয়ে সরকার হাজারো পরিবারকে অন্ধকারে ডুবিয়েছে।”

তিনি আরও বলেন, “খুব শিগগিরই বিএনপি থেকে ঝালকাঠি-১ আসনের মনোনয়ন দেওয়া হবে। আমি সবাইকে অনুরোধ করছি—ঐক্যবদ্ধ থাকুন। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার পক্ষেই কাজ করবো। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই আসন জাতীয়তাবাদী শক্তির উপহার হিসেবে দেবো।”

মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সেলিম রেজা আরও বলেন, “নাসিম আকন ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সত্যিকারের দেশপ্রেমিক। রাজাপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্ত করতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩