মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মওলানা ভাসানী হল ছাত্রসংসদ এর আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা বাবাসহ নিহত ৩, আহত ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল একাউন্টটিং ডে উদযাপন চুরি-ছিনতাই ও ইভটিজিং রোধে আলোকিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজাকে ফুলেল অভ্যর্থনা শার্শায় বিএনপির দলীয় প্রার্থী তৃপ্তির সুধী সমাবেশ অনুষ্ঠিত নাটোর-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী প্রচারণা চৌদ্দগ্রাম স্টুডেন্স’স ওলেফেয়ার এসোসিয়েশনোর নেতৃত্বে তানভীর-রাফি রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান কি অপরাধ ছিল এ শিশুর?- নিখোঁজের চার দিন পর উদ্ধার আনাসের লাশ চট্টগ্রামে হাকিম হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার শৈলকুপায় প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজে করে দেখাচ্ছে জামায়াতে ইসলামী উখিয়া সদর বাজারে আগুনে পুড়ে গেছে ১৬ টি দোকান ও ২টি ঘর নবীনগরে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর বিএনপি উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের দায়ে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব কলাতলিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল রোহিঙ্গাদের মধ্যে সিম কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার নাজমুল করিম সাময়িক বরখাস্ত বানারীপাড়ায় জাতীয় স্মৃতিসৌধের আদলে ক্ষুদ্র স্মৃতিসৌধ নির্মাণ শেরপুরে র‍‍্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

শার্শায় বিএনপির দলীয় প্রার্থী তৃপ্তির সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি সুধী সমাবেশ করেছেন।

সোমবার (১০ নভেম্বর) বিকালে পুটখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে বালুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৫নং পুটখালী ইউনিয়নের বালুন্ডা ৫নং ওয়ার্ডের সভাপতি কবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। বক্তব্যে তিনি বলেন, আমার দল আমাকে একাধিকবার ধানের শীষের কান্ডারী হিসেবে নমিনেশন দিয়েছে, জনগণের ভালোবাসায় আমি সংসদ সদস্যও হয়েছি। এবারও যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি নির্বাচিত হতে পারি, তবে আমি বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার পরিধি বাড়ানো, বেকারদের কর্মসংস্থান, শিক্ষা খাতে উন্নয়ন, মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবো এই প্রতিশ্রুতি দিচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং তিনি এই জাতিকে আত্মনির্ভরশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন। তাঁর আদর্শই আজও আমাদের অনুপ্রেরণার উৎস। আমরা তাঁর স্বপ্নের ‘সমৃদ্ধ বাংলাদেশ’ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। শহীদ জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন দেশপ্রেম, সততা ও আত্মত্যাগ সেই আদর্শ নিয়েই আমি জনগণের পাশে থাকতে চাই। সমাবেশে পুটখালী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহসভাপতি মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান, ইউনিয়ন সভাপতি মফিজুর রহমান, সহসভাপতি আব্দুর রশিদ, যুগ্ম আহ্বায়ক আলিয়ার রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩