মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নির্বাচনী প্রচারণা দিন-রাত অব্যাহত রয়েছে।
(১০ নভেম্বর ২০২৫) দলটির প্রার্থী ও স্থানীয় নেতাকর্মীরা রাত্রিবেলাতেও নিরলসভাবে মাঠে কাজ করছেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।
প্রত্যন্ত গ্রাম থেকে শহরাঞ্চল-সবখানেই দেখা যাচ্ছে দলের নেতাকর্মীদের ব্যস্ততা।তারি ধারাবাহিকতায় নাটোর সদর ৫ নং বড় হরিশপুর ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী এমপি পদপ্রার্থী এবং স্থানীয় নেতাকর্মী , মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ, মাইকিং, ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাতের বেলাতেও ছোট ছোট সভা ও মতবিনিময় সভার মাধ্যমে দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
জামায়াতের স্থানীয় নেতারা জানান, জনগণের আস্থা অর্জন এবং দলের উন্নয়নমূলক বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে তারা দাবি করেন।
সর্বোপরি, দিন-রাত অব্যাহত প্রচারণায় নাটোর-২ আসনে নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটারদের আগ্রহ, আলোচনা ও অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে নির্বাচনকে ঘিরে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছ।