রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আজ সোমবার (৯ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাধারণত প্রতি সোমবার রাতে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও, এবার এটি “জরুরি বৈঠক” হিসেবে ডাকা হয়েছে।
তবে বৈঠকের আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, জরুরি রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতেই এ বৈঠক আহ্বান করা হয়েছে।
সূত্রের মতে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন, জুলাই সনদ ইস্যু, গণভোট এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা সংক্রান্ত মতপার্থক্য নিরসনের বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হতে পারে।
দলীয় নীতিনির্ধারকদের মতে, এই বৈঠক থেকে দলের পরবর্তী দিকনির্দেশনা ও কৌশলগত সিদ্ধান্ত আসতে পারে, যা আগামীর রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।