শাহারিয়াজ উদ্দিন, কক্সবাজার সদর প্রতিনিধি:
সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়া কাঁচা বাজার সড়কের একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস কাজ করে। এরপর ধাপে ধাপে রামু, কক্সবাজার, টেকনাফসহ মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা দু‘ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মোহাম্মদ আলী (৫৭) নামের এক কাপড় ব্যবসায়ী দগ্ধ হয়ে মারা গেছেন। তিনি সাতকানিয়া উপজেলার মৃদাখালী এলাকার মৃত আলী মিয়ার ছেলে এবং উখিয়া সদরে একটি বেডশিট ও পর্দার দোকানের মালিক ছিলেন। এ সময় ফায়ার সার্ভিসের এক কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, আগুনে প্রায় দু’কোটি টাকার ক্ষতি হয়।