মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
আরিফুর ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১০ নভেম্বর) সকালে নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ ও পথসভা পরিচালনা করেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে নেতাকর্মীরা হাতে হাতে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। পরে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খসন টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাসান শাহিন, এবং উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, “ধানের শীষ হচ্ছে মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রচার চালাচ্ছেন।”
এর আগে গত ৮ নভেম্বর নবীনগর উপজেলার আলীয়াবাদ গ্রামে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩