শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধিঃ
সোমবার (১০ নভেম্বর) সকালে উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (RRRC) কার্যালয়ের পক্ষ থেকে ইউনাইটেড কাউন্সিল অব রোহাং (UCR)-এর নির্বাচিত সভাপতি ও নির্বাহী কমিটির সদস্যদের হাতে প্রথম বৈধ টেলিটক সিম কার্ড হস্তান্তর করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।
আরআরআরসি (RRRC)-এর তথ্যানুযায়ী, প্রথম পর্যায়ে শিবিরগুলিতে ১০,০০০ সিম কার্ড বিতরণ করা হবে এবং পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
এসময় কমিশনার মিজানুর রহমান বলেন, “রোহিঙ্গাদের বর্তমানে ব্যবহৃত সব অবৈধ সিম কার্ড সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। কেবল বৈধ সিম কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এটি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং অবৈধ সিম ব্যবহার করে পরিচালিত অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।