মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-১, জামালপুরের অভিযানে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হামিদুল (১৯)কে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রীজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা হামিদুলকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন সহ আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩