রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মোংলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কচুবুনিয়া বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী একসাথে দলবেঁধে উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
উঠান বৈঠকে তিনি বলেন, আওয়ামী লীগ দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে। আর আমরা সাম্যের রাজনীতি করবো। যে যাই করুক সে তার বাড়ী ঘরে থাকবে। আমরা সকলে প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকবো। সমুদ্র সম্পদ, সুন্দরবন ও মোংলা বন্দর ব্যবহারের মধ্য দিয়ে আমরা এই এলাকাসহ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আপনারা যারা সুন্দরবনের পাশে থাকেন তাদেরকেই সুন্দরবনকে সংরক্ষণ করতে হবে। এমনভাবে জীবিকা নির্বাহ করতে হবে যাতে এ সম্পদের কোনো ক্ষতি না হয়।
এছাড়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম ও শাকিল শেখ,সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খানজাহান সরদার, সাধারণত সম্পাদক মোঃ নাছির উদ্দীন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম হাওলাদার সহ স্থানীয় বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন!
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩