রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
মোঃ নাজিবুল রহমান নাসিম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
ঈশ্বরদী,পাবনার আমিনপুর,রাজশাহীর বাঘা এবং কুষ্টিয়ার দৌলতপুর চরে কাকন বাহিনীর বিরুদ্ধে চলছে পুলিশ, রযাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান। পুলিশ এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।
রোববার ভোর ৪টা থেকে এই অভিযান শুরু হয়ে এখন পর্যন্ত চলছে।
সম্প্রতি কাকন বাহিনীর কথায় কথায় গুলি করা, মানুষ হত্যা, চরের বালু ও ফসল লুট, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অভিযোগের ঘটনায় এ অভিযান চলছে।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় কাকন বাহিনীর ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইটে’ ১২০০ সদস্য অংশ নেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন কৃষক নিহত হন। এরপর রোববার ভোরে এ অভিযান শুরু হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩