শামীম হোসেন, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের আড়কান্দির শ্যামসুন্দরপুর গ্রামে জুয়া খেলার টাকা না দেওয়ায় ফয়সাল শেখ (২৪) নামে এক যুবক তার বাবা মো. হবি মেখকে কু/পিয়ে গুরুতর আহত করেছে।
শনিবার (৮ নভেম্বর) অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, শুক্রবার (৭ নভেম্বর) রাতে বাবা বাদী হয়ে ছেলেকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভূক্তভোগী বাবা ও মামলার বাদী হবি শেখ জানান, তার সন্তান নেশা এবং জুয়া খেলায় আসক্ত। সে বিভিন্ন সময় টাকার জন্য তাকে চাপ দেয়। টাকা না দিলেই তাকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এরই মধ্যে ছেলেকে অনেক কষ্ট করে বিভিন্ন সময়ে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা দিয়েছে সে।
ঘটনার দিন শুক্রবার বিকালে ছেলে তাকে জানায় সে ইতালি যাবে। তাকে ২০ লক্ষ টাকা দিতে হবে। এত টাকা দিতে অপারগতা স্বীকার করলে সে রাম দা এনে ঘরের দরজা-আসবাবপত্র কোপাতে থাকে। ঠেকাতে গেলে তাকে খু/ন করার উদ্দেশে এলোপাতারি কোপাতে থাকে। তার মাথায় সরাসরি আঘাত করে। মাথায় কো/প খেয়ে তিনি মাটিতে পড়ে যান।
এরপর তাকে আবারও মাথায় কোপ দিতে গেলে সে ডান হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতও কেটে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে অস্ত্রসহ হাতেনাতে ধরে পুলিশকে খবর দেন এবং তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান। তার মাথা, হাত এবং হাতের কনুইতে ১০ থেকে ১২ টি সেলাই লেগেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শরীফ আব্দুল বাকির জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আসামি ফয়সালকে গ্রেফতার করে শনিবারে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।