রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
মো: মাহিন খান, ঝালকাঠি:
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জননেতা গোলাম আজম সৈকত বলেছেন, “আমরা এখানে সংসদ সদস্য হতে আসিনি, এসেছি ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে। ওয়ার্ড থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত দলকে ঐক্যবদ্ধ করতে না পারলে কোনো আন্দোলন সফল হবে না। রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফাই হচ্ছে আগামী বাংলাদেশের রূপরেখা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। জনগণের শক্তিই আমাদের আসল পুঁজি।”
শনিবার (৮ নভেম্বর) বিকেলে চেচরীরামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও জননেতা গোলাম আজম সৈকত।
প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা এবং বিশেষ বক্তা ছিলেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহসভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহসভাপতি গোলাম কবির, রাজাপুর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন, রাজাপুর কৃষক দলের আহ্বায়ক ফারুক মোল্লা, রাজাপুর উপজেলা তাতী দলের সভাপতি মিজানুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সদস্য আবুয়াল সায়েম চানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আনিসুর রহমান মিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন চেচরীরামপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. মান্নান হাওলাদার ও টিএম আতিকুর রহমান।
সভা শেষে দলীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনের জন্য মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩