মইন উদ্দীন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আলোচিত চিকিৎসক চট্টগ্রাম পার্কভিউ হসপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম এর উদ্যোগে বিগত এক মাসে ফ্রি চিকিৎসা সেবা পেয়েছে ১০ হাজারের অধিক নিম্নবিত্ত মানুষ। তবে তার এই ফ্রি চিকিৎসা কর্মসূচি নতুন নয়, বরং আগে থেকেই ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছেন বলে দাবি করেছেন ডা. এটিএম রেজাউল করিম।
শনিবার (৮ নভেম্বর) উপজেলার বেতাগী ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ❝রাঙ্গুনিয়ার মানুষের জন্যই আমি প্রতিষ্ঠা করেছি রাঙ্গুনিয়া হেলথকেয়ার হসপিটাল। যাতে সুলভ মূল্যে এবং কম সময়ে রাঙ্গুনিয়ার মানুষ তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে পারে। এছাড়াও আমি আমার প্রতিষ্ঠান গুলোতে কর্মসংস্থানের ব্যাপারে রাঙ্গুনিয়ার মানুষদেরকে অগ্রাধিকার দিয়ে থাকি।❞
এর আগেও ডা. এটিএম রেজাউল করিম এর উদ্যোগে উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়, নিশ্চিন্তাপুর ও বগাবিলী উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসব ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেছেন চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাধারণত শহরে গিয়ে যেসব ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নেওয়া রাঙ্গুনিয়ার হতদরিদ্র মানুষদের জন্য মোটেও সহজ ছিল না।
বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পেয়ে রাঙ্গুনিয়ার খেঁটে খাওয়া মানুষ ডা. এটিএম রেজাউল করিম এর প্রশংসায় পঞ্চমুখ।