আরাফাত হোসেন, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও হাতপাখার প্রতীকের প্রার্থী মাওলানা এস. এম. আজিজুল হক-এর নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুর রহমান সেরনিয়াবাত আসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।
কর্মশালায় নির্বাচনী প্রস্তুতি, প্রচারণার কৌশল এবং সংগঠনের মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় প্রার্থী মাওলানা আজিজুল হক বলেন, “আমি এমপি হলে মাদারীপুর-৩ আসনকে ধর্ষণমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও টেন্ডারবাজিমুক্ত করে এক ‘মডেল কালকিনি’ গড়ে তুলব।”
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।