মোঃ আবু সুইমান, রাঙ্গাবালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের পুরান বাজার এলাকার প্রধান সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
স্থানীয়দের অভিযোগ, বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা-পানি জমে যায়, আবার শুকনো মৌসুমে উড়ছে ধুলাবালি। বাজারে মালামাল আনা-নেওয়া, স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতসহ নিত্যদিনের চলাফেরায় চরম বিপাকে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।
চর মোন্তাজ পুরান বাজারের ব্যবসায়ী ইমরান বলেন, “এই রাস্তায় দিন দিন গর্ত বেড়েই চলেছে। দোকানে মাল আনতে ট্রলিও ঢুকতে চায় না। অনেক সময় গাড়ি আটকে যায়।”
আরেক স্থানীয় গৃহিণী রুমা বেগম জানান, “শিশুদের স্কুলে নিতে গেলে হাঁটাও কষ্ট হয়। কেউ অসুস্থ হলে রোগী নিয়ে যাওয়া আরও কষ্টের।”
স্থানীয়রা জানান, রাস্তাটি দ্রুত সংস্কার না করলে বর্ষাকালে এটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা—দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে যেন দ্রুত পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট দপ্তর।