মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিবচর পৌর এলাকায় “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে গণসংযোগ ও রযালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে শিবচর বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ রযালি শেষ হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক, শিবচর উপজেলা বিএনপি’র সদস্য ও মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রত্যাশী আবুল বাশার সিদ্দিকী।
রযালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাশার সিদ্দিকী বলেন, “গত ১৭ বছরে ফ্যাসিবাদী আওয়ামী সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে, নিপীড়ন করেছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আজ ধ্বংসের মুখে। বিদেশে থাকতে হলেও আমি দলের কর্মসূচিতে যুক্ত থেকেছি, কারণ বিএনপি এই দেশের মানুষের অধিকারের আন্দোলনের প্রতীক।”
তিনি আরও বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষে কাজ করব। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা।”
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. হাসান আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদি হাসান, শিবচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিন বেপারী, উপজেলা যুবদল নেতা মো. রুবেল শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব দেওয়ান, কাঁঠালবাড়ী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক প্রার্থী খোকন মাদবর, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত মল্লিক, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদল নেতা হিমেল, উপজেলা বিএনপি নেতা আনোয়ার বেপারী ও নোয়াব বেপারীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।