শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
গত ০৬ নভেম্বর ২০২৫ ইং তারিখ দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজার মধুবনের পাশে টুকেরগাঁও প্রবেশ রাস্তার মুখে বিশেষ অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজা জব্দ করেছে।
অভিযানকালে নিম্নোক্ত দুই ব্যক্তির নিকট থেকে গাঁজা উদ্ধার করা হয়— আশরাফুল ইসলাম (৩৬), পিতা: মোঃ নুরুল ইসলাম, সাং—মোড়লো আজাপাড়া, থানা—ধামইরহাট, জেলা—নওগাঁ।
জোসনা আক্তার ওরফে রাহেলা আক্তার (৫০), স্বামী: ময়না মিয়া, সাং—টুকেরগাঁও, থানা—কোম্পানীগঞ্জ, জেলা—সিলেট।
পুলিশ জানায়, আশরাফুল ইসলাম একজন পেশাদার মাদক সরবরাহকারী, যিনি কেজি হিসেবে অর্থ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে মাদক সরবরাহ করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই তথ্য স্বীকার করে।
সঙ্গে থাকা নারী সহযোগী সম্পর্কে আশরাফুল জানায়, মাধবপুর এলাকা থেকে এক নারী তাকে এই গাঁজা সরবরাহের জন্য পাঠিয়েছে। আটক নারীর মোবাইল ফোন পর্যালোচনায় দেখা যায়, ঐ নাম্বারে ৯০–৯৫টি কল এসেছে একই উৎস থেকে। পুলিশ ঐ নম্বরে যোগাযোগ করে মাদক সরবরাহ চক্রের সংশ্লিষ্টতা সম্পর্কে আরও তথ্য জানতে পারে।
উদ্ধারকৃত গাঁজা ও অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩