শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার রানীগঞ্জ বাজারের সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া ও উপজেলা তাঁতি দলের আহ্বায়ক শ্যামসাদুল হক রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম দুলু, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাভলু ও মোখলেছুর রহমান,সহ সংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩