শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন — এই দিনে সৈনিক ও জনতার ঐক্য বাংলাদেশের জাতীয় জীবনে নতুন দিক উন্মোচন করেছিল।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩