অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিএনপির তিন গ্রুপের পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
(৭ নভেম্বর ২০২৫) শুক্রবার ১০:৩০ মিনিটে বাউফলের সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সহধর্মিনী সালমা আলম লিলির নেতৃত্বে সমর্থিত নেতা কর্মী'রা বর্ণাঢ্য র্যালি করেন, র্যালিটি সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের বাসভবন থেকে শুরু করে বাউফল সরকারি কলেজ মাঠে শেষ হয়।
তারপর'ই ইঞ্জিঃ এ কে এম ফারুক আহম্মেদ তালুকদারের নির্দেশে বাউফল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে সকাল সাড়ে ১১ টা'র দিকে বনাট্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের হাসপাতাল রোডে অবস্থিত বিএনপির কার্যালয় এসে শেষ হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন ইন্জিঃ এ কে এম ফারুক আহম্মেদ নেতৃত্বে বাউফল উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেনের নেতৃত্বে বিকাল ৫ টায় বর্ণাঢ্য র্যালি বাউফল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক মাঠে শেষ হয় এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন নেতা কর্মী ও জনগণকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।