শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নিজের নিরাপত্তা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন জীবননগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক সহ অবৈধ পাথরবাহী ট্রাক আটক আগামী নির্বাচনের মাধ্যমে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় কক্সবাজার বিমানবন্দরে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা ত্রিশালে নামাজের জন্য খুলে দেয়া হলো মডেল মসজিদ দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন-শেরপুর-১ থেকে আবারও ডা. সানসিলা জেবরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতদিনব্যাপী পাপেট থিয়েটার কর্মশালা চিলড্রেন’স হেভেন টাঙ্গাইলের সপ্তম কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ ঘোষণা চারঘাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ভুয়া রশিদে চাঁদাবাজি, দৈনিক লাখ টাকা আদায়ের অভিযোগ কুমিল্লা-৬ হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা গণ-ইফতার ও দোয়া তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন: ফজলে এলাহী চারঘাটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে মাহমুদুল হক রুবেলের গণসংযোগ ও লিফলেট বিতরণ রাউজানে গভীর রাতে বাহিরে হুক লাগিয়ে বসতঘরে আগুন ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নবাবগঞ্জে অনলাইন ক্যাসিনোতে আসক্তি: যুবসমাজ ধ্বংসের পথে শিবগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোডাউন কুবি প্রতিবর্তনের নেতৃত্বে হৃদয় – তারিন

তিস্তা নদী থেকে অবৈধ পাথর জব্দ, পরিবেশ রক্ষায় বিজিবির কঠোর অভিযান

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর ধারাবাহিকতায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখরিবাড়ি ইউনিয়নের তিস্তা নদী সংলগ্ন বার্নির ঘাট বিওপির সীমান্ত পিলার ৭৯৭/৬-এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে।

অভিযানে প্রায় ১০,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। বিজিবি জানিয়েছে, এসব পাথর কিছু অসাধু ব্যবসায়ী যন্ত্রচালিত নৌকার মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করছিল।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী নদী ও চরাঞ্চল থেকে বালু-পাথর উত্তোলনের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তন ও পরিবেশের মারাত্মক ক্ষতি ঘটাচ্ছে। এই অবস্থায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) তিস্তা নদীর তেলিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব পাথর জব্দ করে।

অভিযানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। স্থানীয় জনপ্রতিনিধিরাও এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে জব্দ করা পাথর জনপ্রতিনিধিদের হেফাজতে রাখা হয় এবং পরবর্তীতে কাস্টমস প্রতিনিধিদের উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদ্বীন বলেন, “সীমান্ত এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি শুধুমাত্র সীমান্ত নিরাপত্তা নয়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্বও পালন করছে। সীমান্ত এলাকায় শান্তি ও টেকসই পরিবেশ বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় জনগণ বিজিবির এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তারা মনে করছেন, এই ধরনের অভিযান নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩