আরিফুল ইসলাম, রাউজান প্রতিনিধি:
রাউজানে দুর্বৃত্তের গুলিতে বিএনপির ৫ নেতা-কর্মী আহত হয়ছিলেন, গতকাল বুধবার মধ্যরাতে বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
উক্ত ঘটনার ভিত্তিতে আজ র্যাব এর একটি অভিযানিক দল চট্টগ্রামের চকবাজারে অভিযান চালিয়ে মূলহোতা ইশতিয়াক প্রকাশ অভি, জনি এবং জ্যাকিকে গ্রেপ্তার করা হয়।
উক্ত ঘটনায় গু লি বি দ্ধ রা হলেন- রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। আহত দের মধ্যে আবদুল্লাহ সুমনের বুকে গু লি লেগেছে এবং তাঁর অবস্থা আশঙ্কা জনক। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।