শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ সেলিম মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর আন্ধারুপাড়া এলাকার আকাশমনি বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে আটক সেলিম মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তিনি ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে।
নালিতাবাড়ী থানা সূত্রে জানা যায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আকাশমনি বাগানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ৪৮ বোতল ভারতীয় মদসহ সেলিম মিয়াকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “মাদকবিরোধী অভিযানে এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩