শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রাউজানে প্রকাশ্যে গুলিবর্ষণকারী ইশতিয়াক প্রকাশ অভি, জনি ও জ্যাকি গ্রেফতার রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের লাখ টাকার ফসল ছাত্রদল নেতা মঞ্জু মালের অঙ্গীকার-হাফিজ ইব্রাহিম এমপি’র বিজয়ে সর্বোচ্চ প্রচেষ্টা করবেন নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার শার্শায় ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত দেশ পুর্নগঠনের বার্তা নিয়ে জনতার দুয়ারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির নেতাদের জড়িয়ে অপপ্রচার ও গুজবের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলপুরে বিএনপির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশার বারইকান্দি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের দুঃখে পাশে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি ঘাতক বাস ব্যাংকার হওয়ার স্বপ্ন থামিয়ে দিল সাদিয়ার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌদ্দগ্রামে র‍্যালি গোয়াইনঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন আরিফুল হক’কে বরণে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের নেতাকর্মীদের ঢল ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বাঘাইছড়ির বিএনপি বানারীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নজরুল বিশ্ববিদ্যালয়ের শর্টপিচ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘হিসাববিজ্ঞান বিভাগ’ পটুয়াখালীর দুমকিতে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ২ জন

শার্শায় ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি:

আজ (শুক্রবার ) বিকেল ৪টায় শার্শা উপজেলা বিএনপির পার্টি অফিস প্রাঙ্গণে ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য, যশোর-১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জনাব মফিকুল হাসান তৃপ্তি।

এছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু , শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির , সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু , যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ , ,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না,আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ , সহ-সভাপতি রুহুল আমিন , শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী ,

এছাড়া আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চয়ন আহমেদ ও সদস্য সচিব সবুজ হোসেন খান সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে জাতি ঐক্যবদ্ধভাবে জাতীয় সংহতির এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সেনা ও জনতা দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবিস্মরণীয় ভূমিকা রাখেন।

বক্তারা আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সৎ ও প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশি জাতীয়তাবাদ এর ভিত্তিতে দেশকে নতুন পরিচয়ে বিশ্বের দরবারে তুলে ধরেন। তিনি শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা কে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে প্রতিষ্ঠা করেন। তার আহ্বানে গঠিত হয় তৃণমূলভিত্তিক রাজনীতি, যা জনগণকে রাষ্ট্রের মালিকানা ও অংশগ্রহণের সুযোগ করে দেয়। জিয়াউর রহমানের সেই দিকনির্দেশনা আজও বিএনপি’র প্রতিটি কর্মীর প্রেরণার উৎস হয়ে আছে।

বক্তারা বলেন, আজ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে জিয়ার আদর্শ ও তার দেখানো পথই আমাদের দিকনির্দেশনা দিচ্ছে। ৭ই নভেম্বরের চেতনা জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রেরণা হিসেবে কাজ করবে যুগে যুগে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের শান্তি, উন্নতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩