অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন, এনসিপি ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। এনসিপির নেতৃত্বে আছেন অল্প বয়সী তরুণরা। তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম যেভাবে এই তরুণরা আওয়ামীলীগ ফ্যাসিবাদ বিদায় করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪ টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অনেকেই বলে এতো অল্প বয়সে এমপি কিভাবে হবে? জনগণ যদি চায়, তাহলে এমপি হওয়া সম্ভব। বাউফলের সাবেক এমপি আসম ফিরোজ ২৭ বছর বয়সে প্রথমবার এমপি ছিলেন। বাউফলে ১৯৭৩ সালে আমার চেয়ে কম বয়সী একজনকে এমপি বানিয়েছিল জনগণ। সংবিধান অনুযায়ী ২৫ বছর হলে একজন ব্যক্তি এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এমপি হওয়ার উদ্দেশ্যই হলো আপনাদের খেদমত করা।
মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমরা বাউফলের মানুষের সেবা করতে চাই।
তিনি আরও বলেন, হযরত উমর (রা.) খলিফা হওয়ার পর বলেছিলেন “এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব? যদি আমার খেলাফতের মধ্যে একটি কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে কিয়ামতের দিন আমার জবাবদিহি করতে হবে।” আমরা হয়তো তার মত হতে পারব না, কিন্তু তার মত হওয়ার স্বপ্ন দেখি এবং তার মত হতে চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তার মত শাসন করার সুযোগ দেন। তিনি আরও বলেন আপনার চাইলে আগামী জাতীয় নির্বাচনে এনসিপি'র প্রতীক নিয়ে নির্বাচনে জয়া লাভ করে আপনাদের সেবা করবো ইনশাআল্লাহ।