শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নালিতাবাড়ি–নকলা) আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মো. আবদুল্লাহ বাদশা শুক্রবার সকালে নালিতাবাড়ী উপজেলার বারইকান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
সভায় তিনি শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার ও বিদ্যালয়ের অবকাঠামো সংস্কারসহ বিভিন্ন স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা। শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী না করলে দেশ এগিয়ে যেতে পারে না। তাই আমি নির্বাচিত হলে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”
মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান শেষে আবদুল্লাহ বাদশা শিক্ষকদের ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নে সকলে মিলে কাজ করার আহ্বান জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩