রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নালিতাবাড়ি–নকলা) আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মো. আবদুল্লাহ বাদশা সম্প্রতি নালিতাবাড়ী ও নকলা উপজেলার পশ্চিমাঞ্চলের বড়ইতা–গড়াকুড়া সংযোগ সড়ক পরিদর্শন করেন।
তিনি সেখানে ঘোড়ামারা নদীর উপর ভাঙা ব্রিজের ভয়াবহ পরিস্থিতি প্রত্যক্ষ করেন। বহুদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকা এই ব্রিজের কারণে দুই উপজেলার মধ্যে যাতায়াত সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় জনগণ জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন পারাপার করছে, ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
জনগণের এই চরম ভোগান্তির বিষয়টি তুলে ধরে জনাব আবদুল্লাহ বাদশা বলেন, “এলাকার মানুষ প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছে। দ্রুত সময়ের মধ্যে ঘোড়ামারা নদীর উপর নতুন ব্রীজ নির্মাণের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং ভবিষ্যৎ দুর্ঘটনা এড়ানো যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি দীর্ঘদিন ভাঙা অবস্থায় থাকায় কৃষিপণ্য পরিবহন, স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধানের প্রত্যাশা করছে।