শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ছাত্রদল নেতা মঞ্জু মালের অঙ্গীকার-হাফিজ ইব্রাহিম এমপি’র বিজয়ে সর্বোচ্চ প্রচেষ্টা করবেন নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার শার্শায় ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত দেশ পুর্নগঠনের বার্তা নিয়ে জনতার দুয়ারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির নেতাদের জড়িয়ে অপপ্রচার ও গুজবের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলপুরে বিএনপির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশার বারইকান্দি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের দুঃখে পাশে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি ঘাতক বাস ব্যাংকার হওয়ার স্বপ্ন থামিয়ে দিল সাদিয়ার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌদ্দগ্রামে র‍্যালি গোয়াইনঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন আরিফুল হক’কে বরণে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের নেতাকর্মীদের ঢল ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বাঘাইছড়ির বিএনপি বানারীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নজরুল বিশ্ববিদ্যালয়ের শর্টপিচ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘হিসাববিজ্ঞান বিভাগ’ পটুয়াখালীর দুমকিতে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ২ জন গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার-নকলায় ৭ই নভেম্বর পালন

বানারীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষ্যে শুক্রবার (৭ নভেম্বর) বেলা ৩ টায় উপজেলার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর,বানারীপাড়া) নির্বাচনী আসনের বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। এছাড়াও বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র সহ সভাপতি মোঃ মঞ্জুর খান,সহ সভাপতি গোলাম মাহমুদ (মাহবুব মাস্টার), পৌর বিএনপির সভাপতি শাহ ইমরান হোসেন। এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম,উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন হাওলাদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাতীয় জীবনে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এ দিনটিকে বিএনপির শাসনামলে সরকারি ছুটি এবং রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হতো। । কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার এধরণের বিভিন্ন রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করে স্বাধীনচেতা জনগণকে ক্ষুব্ধ করে তুলেছে।

তারা আরও বলেন, এ সংসদীয় আসনে দল মনোনয়ন দিয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এবং সকল প্রকার বিভেদ ভুলে এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র পক্ষে কাজ করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩