আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২১টি বিভাগের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চসংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২১ বিভাগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ফাইনালে ওঠে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং রানারআপ হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ। ফাইনাল ম্যাচে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।
ফাইনাল ম্যাচে জয়লাভের পর চ্যাম্পিয়ন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ প্রতিপক্ষ দলকে গার্ড অব অনার প্রদান করে এবং বিজয় ট্রফি হিসাববিজ্ঞান বিভাগের ১৮ ও ১৯তম ব্যাচের নামে উৎসর্গ করে।
চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় বিজয় ট্রফি ও একটি খাসি, আর রানারআপ দলকে দেওয়া হয় একটি রাজহাঁস।
খেলার আয়োজক রবিন আহমেদ রাব্বি বলেন, “আমি একজন খেলাপ্রেমী মানুষ, সেই ভালোবাসা থেকেই এই আয়োজন। অনেকে ভাবতে পারে, আসন্ন নাকসু নির্বাচনকে সামনে রেখে আমি নিজেকে বা কোনো সংগঠনকে প্রতিনিধিত্ব করছি—আসলে তা নয়। আমি মোটিভেশন হিসেবে এটা করেছি, দেখাতে চেয়েছি মানুষ একাই অনেক কিছু করতে পারে। বাইরে থেকে ছোট মনে হলেও, এর পেছনে অনেক পরিশ্রম ও ব্যবস্থাপনার কাজ ছিল। সবার সহযোগিতায় এটি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।”