সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় দুমকি থানা ব্রিজ এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ (দুমকি, মির্জাগঞ্জ ও সদর) আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান দিপু, যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, এ দিনটি সৈনিক-জনতার ঐক্যের প্রতীক। দিবসটি পালনের মাধ্যমে গণতন্ত্র ও জাতীয় ঐক্যের চেতনাকে আরও সুসংহত করার আহ্বান জানান তারা।