শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
মোহাম্মদ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
শুক্রবার সকাল ১১ ঘটিকায় নাসির নগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে নাসির নগর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী এমএ হান্নানের নেতৃত্বে এক বিশাল রেলি অনুষ্ঠিত হয়। রেলিটি নাসির নগর কলেজ মোড় থেকে শুরু হয়ে নাসির নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর কলেজ মোড়ে এসে শেষ হয়।
রেলি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এম এ খালেদ এর সভাপতিত্বে, এডভোকেট আলী আজম চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সারওয়ার, যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল আহাম্মেদ, সদস্য সচিব মাসুদ চৌধুরী, ছাত্রদলের সাবেক সদস্য সচিব পনি চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল আলম রনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনীতির গতিপথ পাল্টে দিয়েছিল এবং জাতিকে এক নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ওই বিপ্লবের মধ্য দিয়ে দেশ চরম নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্ত হয় এবং স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন।
বিএনপিসহ সমমনা দলগুলো প্রতিবছর ই ০৭ ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। এবছরও দিবসটি উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ উপলক্ষে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩